নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর পবায় হত দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর, ২০২০) উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের দরিদ্রদের মাঝে ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে বিনামুল্যে ৫৭টি বকনা গরু বিতরণ করা হয়।

আরও পড়ুন: রাজশাহীর পবায় ২৮৫ হতদরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ

ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ পবা এডিপি’র পক্ষথেকে এই গরু বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার। বিশেষ অতিথি ছিলেন হুজুরিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ওয়ার্ল্ডভিশনের এপিসি ম্যানেজার সিবাস্টেন পিউরিফিকেশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল।

আরও পড়ুন: রাজশাহীর পবায় কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

এর আগে, ওয়ার্ল্ডভিশন পবা এপির উদ্যোগে ২৮৫টি হতদরিদ্র পরিবারের মাঝে ২৮৫টি বকনা গরু বিনামূল্যে বিতরণ করা হয়েছে। যার মূল্য প্রায় ৭৭ লাখ টাকা।একইভাবে তানোর ও গোদাগাড়ী উপজেলাতেও গরু বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।এর আগে তারা করোনা শুরুর পর এলাকায় হাইজিন কিটস, শিশুদের বই-খাতা, শিশুখাদ্য ও নগদ অর্থ বিতরণ করেছেন।

এগ্রিকেয়ার / এমবি