নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক শামছুল হকের তৃতীয় নমুনা টেস্টেও করোনা পজিটিভ এসেছে। আজ শুক্রবার (০৬ নভেম্বর ২০২০) সন্ধ্যায় শামছুল হক নিজেই বিষয়টি এগ্রিকেয়ার.কমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাজশাহী কৃষি অধিপ্তরের উপপরিচালক করোনা আক্রান্ত

এর আগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নমুনা পরীক্ষায় (১৫ অক্টোবর) তার করোনা পজেটিভ আসে। এরপর ৩য় বার টেস্ট করেও করোনা পজেটিভ এসেছে তার। শামছুল হক জানান, সর্দি-কাশিসহ করোনার লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ তিনি করোনার টেস্ট করান। টেস্টে করোনা পজেটিভ আসে। এরপর থেকে ১৫ দিন পর পর টেস্ট করিয়ে ৩য় বারের মতো আবারো করোনা পজিটিভ এসেছে তার।

আরও পড়ুন: করোনায় একদিনে আরও ১৮ জনের প্রাণহানি

তিনি আরও জানান, বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ আছেন। তবে বারবার করোনা পজিটিভ আসায় কিছুটা চিন্তায়  আছেন।মানসিক শক্তি যেন না হারায় সেজন্য পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা।সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এগ্রিকেয়ার / এমবি