নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজকের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ আকারে এবং
পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছিল। এটি ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে যেতে পারে।।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানান, “দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ আকারে এবং পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছিল। এটি ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে যেতে পারে “।

আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানিয়েছে,  সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামী ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে।

পড়তে পারেন: রাজশাহীতে প্রতিপিস ডিমের দাম ১৪ টাকা!

গত ২৪ ঘন্টায় টেকনাফ, সীতাকুন্ড ও কক্সবাজার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গল। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৬ ডিগ্রি ও সর্বোনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।

পড়তে পারেন:ভারতে বাড়ছে শুকনা মরিচের দাম, বাড়বে দেশেও

আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ । আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৩৩ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ০৪ মিনিট আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৭ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ