লবণের ঘাটতি নেই

অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: লবণের ঘাটতি নেই, দাম বৃদ্ধি গুজব বরং চাহিদার তুলনায় উদ্বৃত্ত রয়েছে। শিল্প মন্ত্রণালয়সহ দেশের শীর্ষ লবণ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে এ তথ্য।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করেই লবণ কেনার হিড়িক দেখা যায় আগারগাঁও পশ্চিম এলাকাসহ বিভিন্ন বাজারে লবণের দাম কেজিতে ১০০ টাকা গুজব ছড়ানো হয়। এবং অনেকেই সাধ্যমত লবণ কিনে বাড়িতে ফিরছেন।

শিল্প মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে।



এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে।

দেশে প্রতি মাসে ভোজ্য লবণের চাহিদা কম-বেশি এক লাখ মেট্রিক টন। অন্যদিকে লবণের মজুদ আছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন।

প্রথম আলো সংবাদ মাধ্যমের জ্যেষ্ঠ প্রতিবেদক, (অর্থনীতি) রাজীব আহমেদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, লবণ নিয়ে আমার পরামর্শ হলো, বাড়তি কিনে রাখার কোনো প্রয়োজন নেই। দেশে লবণের কোনো ঘাটতি নেই। কোম্পানি দাম বাড়ায়নি। কোনো ব্যাবসায়ী বাড়ালে জরিমানা হোক। লবণের বাজারে এই হুজুগ টিকবে না। কারণ ঘাটতি নেই।

লবণের ঘাটতি নেই, দাম বৃদ্ধি গুজব বরং চাহিদার তুলনায় উদ্বৃত্ত রয়েছে বলে সরকার ও বেসরকারি খাত থেকে নিশ্চিত করা হয়েছে।

যারা গুজব ছড়িয়ে লবণের দাম নিচ্ছেন তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা শুরু করেছেন। এবং কেউ যদি এমন পরিস্থিতির শিকার হন তাহলে আমাদের অথবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে জানাতে পারেন।

পাঠক আপনি নিজে সচেতন হোন অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

আরও পড়ুন: কৃষকের জন্যে আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে, বলবেন নিজেদের কথা