নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: গতকাল শুক্রবার দেশের কয়েক জায়গায় বজ্রপাতসহ শিলাবৃষ্টি হওয়ার ঘটনা ঘটেছে। তবে, আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে এমন শঙ্কা কেটে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: আব্দুল হামিদ মিঞা জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্তবিস্তৃত রয়েছে।

তিনি আরোও জানান, দেশের কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাত/ শিলাবৃষ্টির সম্ভাবনা নেই। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানিয়েছে, আগামী ৩ দিনের আবহাওয়ায় দেশের আবহাওয়া পরিবর্তন হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা পরিবর্তিত হয়ে তাপমাত্রা সামান্য বাড়বে।

পড়তে পারেন: আগাম তরমুজ চাষে লাখ টাকা আয় কৃষকের

গত ২৪ ঘন্টায় কক্সবাজার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়া। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৬ ডিগ্রি ও সর্বোনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ডিমলা ১৪ মিলিমিটার, রাজারহাট ৫, তেঁতুলিয়া ৩ এবং রাজশাহী, বগুড়া, যশোর জেলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

পড়তে পারেন: মাছ চাষে কোটিপতি ফরহাদ, চলতি বছরে ৭০ লাখ!

আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ । আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ