নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঝড়-বৃষ্টির পূর্বাভাস না দিয়ে সু-খবর দিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর। দপ্তরটি জানায়, আজকের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আজ শনিবার এগ্রিকেয়ার২৪.কমকে আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এই আবহাওয়াবিদ জানান, আজ শনিবার দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলার অনায়াসে চলাচল করতে পারবে।

তিনি আরোও বলেন,“ সারাদেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।”

আবহাওয়া দপ্তরের সর্বশেষ প্রকাশিত ২৪ ঘন্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সমুদ্রবন্দরসমূহে কোন সতর্ক সংকেত নেই।সারাদেশের আবহাওয়া প্রধানত:শুষ্ক থাকতে পারে ।

এগ্রিকেয়ার২৪.কমের অন্যান্য নিউজ পড়তে পারেন:

বিঘায় ফলন ২২মণ ব্রিধান ৭৫, খুশি চাষিরা

খরা সহিষ্ণু আউশ ও আমন মৌসুমের নতুন ধান বিনা-১৯

ভারতীয় নতুন জাতের কুল চাষে লাভবান চাষিরা

এরআগে নেত্রকোনা এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপে আকারে অবস্থান করছিল পরবর্তীতে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে।

আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৭২ ঘন্টা (৩ দিন) তাপমাত্রা বাড়তে পারে। দিনের তাপমাত্রার বাড়ার পাশাপাশি রাতের তাপমাত্র্রাও বাড়তে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ