নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশের মতো ‘করোনার হটস্পট’ হিসাবে চিহ্নিত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতের মতো ঈদুল আজহা জামাতও বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

উপমহাদেশের প্রাচীন ও বাংলাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৩তম ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী।

আজ মঙ্গলবার এগ্রিকেয়ার২৪.কম কে এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক জানান, সারাদেশের মতো বাংলাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের জামাতের মতো ঈদুল আজহা জামাতও অনুষ্ঠিত হচ্ছে না।

মসজিদ কমিটির সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায় করবেন।এছাড়াও কুরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য বলা হয়েছে। মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করে ঈদুল আজহার জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে।