‘সিইও অব দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড

অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ‘সিইও অব দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম।

যুক্তরাজ্য-ভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি এর পক্ষ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম ‘সিইও অব দ্যা ইয়ার ২০১৯’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

সম্প্রতি ৫ম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০১৯ অনুষ্ঠানে ক্যামব্রিজ আইএফএ-এর সিইও ড. শফিজা আজমী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমকে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।

‘সিইও অব দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর সংবাদটির তথ্য ব্যাংকটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (জনসংযোগ শাখা) নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

দেশের বেসরকারি খাতের অন্যতম বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এর এমন অর্জনে এগ্রিকেয়ার২৪.কম এর পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা জানানো হয়েছে। এমন অর্জনে ব্যাংকটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছে এগ্রিকেয়ার২৪.কম।

আরও পড়ুন: সর্বোচ্চ রেমিট্যান্স আহরণে গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

প্রসঙ্গত, উইকিপিডিয়ার তথ্য মতে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ধারার পথিকৃৎ। এটি ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের ১৩ই মার্চ কোম্পানি আইন, ১৯১৩-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরে ব্যাংকটি দেশের গ্রাহকদের আস্থার সাথে সেবা দিয়ে আসছে। এতে ব্যাংকটির প্রতি গ্রাহকের আস্থাও তৈরি হয়েছে। এছাড়া দিনদিন ব্যাংকটির পরিধিও বিস্তৃতি হচ্ছে। দেশের কৃষি খাতেও অগ্রণী অবদান রেখে চলেছে ব্যাংকটি। কিছুদিন আগে রেমিট্যান্স আহরণেও বড় অর্জন করেছে ইসলামী ব্যাংক।

পাঠক দেশ বিদেশের কৃষি অর্থ নীতির সব খবর পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।