মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বরগুনায় শীতকালীন সবজি চাষিদের ক্ষতি হলেও লাভের স্বপ্ন বরগুনার আমন চাষিদের। এমনটাই দাবি করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, বরগুনা জেলায় ১ লাখ ৫ হাজার হেক্টর কৃষি জমির মধ্যে এ বছর ৯৮ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে বরগুনা সদরে ২৫ হাজার ৪০০, আমতলীতে ২৩ হাজার ৩৭১, তালতলীতে ১৬ হাজার ২৩০, বেতাগীতে ১০ হাজার ৬৯২, বামনায় ৬ হাজার ৩৩০ এবং পাথরঘাটা উপজেলায় ১৬ হাজার ৮২৭ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে।এ ছাড়াও মৌসুমি ও শীতকালীন আগাম সবজি চাষ হয়েছে ২ হাজার ৪০০ হেক্টর জমিতে। সিত্রাং এর প্রভাবে আমনে কোন প্রকার ক্ষতি না হলেও ২৫ হেক্টর জমির শীতকালীন সবজি নষ্ট হয়েছে।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

বিনা উদ্ভাবিত মুগ ডাল চাষে লাভ দ্বিগুণ

বিনা উদ্ভাবিত মুগডাল হেক্টরে ফলন ১.৮ টন

মসুর ডাল চাষের সঠিক পদ্ধতি

বরগুনার পাথরঘাটার কৃষক রহমান বলেন, ‘বৃষ্টিতে আমাদের শীতকালীন সবজির কিছুটা নষ্ট হলেও আমনে সেচের প্রয়োজন হবে না এবং বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব কম থাকবে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপপরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম বলেন, ‘বরগুনায় সিত্রাংয়ে তেমন কোনো আমন ফসলের ক্ষতি হবে না। বরগুনার প্রধান ফসল হচ্ছে আমন। জেলায় প্রায় ৯৮ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। দীর্ঘদিন ধরে অনেক জায়গাতেই কম বৃষ্টিপাতের কারণে পানির অভাব ছিল। কিন্তু সিত্রাংয়ে যে বৃষ্টিপাত হয়েছে এতে আমন চাষিদের লাভ হবে।’

এগ্রিকেয়ার/এমএইচ