সেহরী ও ইফতারের সময়

ইসলাম ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: পবিত্র রমজান ১৪৪০ হিজরী মাসের সেহরী ও ইফতারের সময় সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ সোমবার (৮ এপ্রিল) সারাদেশের সেহরী ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন এর সহকারি পরিচালক নিজাম উদ্দিন এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ৭ মে হিসাব করে এ সময় সূচি প্রকাশ করা হয়েছে।

তবে তা সম্পূর্ণ নির্ভর করবে ১ রমজান চাঁদ দেখার ওপর। সেহরী ও ইফতারের পুরো সূচি দেখতে ক্লিক করুন

সময় সূচি এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেহরীর শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহি সাদিকের ৩ মিনিট পূর্বে ধরা হয়েছে। এবং ফজরের ওয়াক্তের শুরু সুবহি সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে।

অতএব সেহরীর সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আযান দিতে হবে। আর সূর্যাস্তের পর সতকর্তমূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে। আরও পড়ুন: আগামী ২১ এপ্রিল পবিত্র শবে বরাত