নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মুন্সিগঞ্জের সদর থানার পঞ্চসারে ১ কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে র‌্যাব। এসময় ৫ জনকে আটক করা হয়েছে। সেইসাথে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ ২০২১) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শফিকুল ইসলাম (১৯), মো. আলম (২০), মো. আবুল কাশেম (৩০), মো. বেলাল (৩২) এবং মো. আতাউর (৪৮)।

বিজ্ঞপ্তিতে, পঞ্চসার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কারেন্ট জাল উৎপাদন ও বিপণন করে আসছে বলে গোপন সূত্রে জানা গেছে বলে জানিয়েছে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। অবৈধ ১ কোটি ২০ লাখ মিটার কারেন্ট জালের আনুমানিক দাম ৩৬ কোটি টাকা। দণ্ডপ্রাপ্তদের ৫ জনকেই মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ