মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি বছরের জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গভবনের লেকে পোনা অবমুক্ত করেছেন। এসময়ে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মৎস্য অধিদফতরের ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিজেও এ পোনাঅবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সৈয়দ মো. আলমগীর জানান, বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন রাষ্ট্রপতি। এ সময়ে তিনি খুব খুশিমনে এসব পোনা অবমুক্ত করেন। মঙ্গলবার (২৪ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে রাষ্ট্রপতি লেকে পোনা ছাড়েন।

বঙ্গভবনে পোনাঅবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব রইউছুল আলম মন্ডল, মৎস্য অধিদফতরের মহাপরিচালক গোলজার হোসেন, মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদসহ অনেকে। ছবি: সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে নেয়া।