মৎস্য ক্যাডারে নিয়োগ পাওয়া

মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ৩৭ তম বি.সি.এস. মৎস্য ক্যাডারে নিয়োগ পাওয়া নতুন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ এপ্রিল) মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মোঃ রাশেদুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন ছালেহ আহমদ, অতিরিক্ত মহাপরিচালক, কাজী শামস আফরোজ, পরিচালক ( অভ্যন্তরীণ মৎস্য), মোঃ মনোয়ার হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৎস্য পরিকল্পনা ও জরীপ।

মৎস্য ক্যাডারে নিয়োগ পাওয়া নতুন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত অনুষ্ঠানে নতুন মৎস্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তারা নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় কর্মকর্তাদের দেশের মৎস্য খাতের উন্নয়নে নিরলস পরিশ্রম করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: মাছের বংশ ধ্বংসকারী অবৈধ জালের উৎসমূল নির্মূলে জোর
১২৫ উপজেলার নদীতে ইলিশ মিলছে, ১০ বছরে উৎপাদন বৃদ্ধি ৭৮%
জেলেদের জেল জরিমানার পরিবর্তে জাল উৎপাদক ও সরবরাহকারীদের শাস্তির আহ্বান

এছাড়াও মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। নবীন কর্মকর্তাদের মাঝে ১৯ জন উপজেলা মৎস্য কর্মকর্তা এবং ৩৫ জন উপ- সহকারী পরিচালক পদে যোগদান করেন। ছবি ও তথ্য: বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজ।