মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি সময়ে অর্থাৎ ফাল্গুন মাস (ফেব্রুয়ারি-মার্চ) মাছ চাষের জন্য পুকুর তৈরি ও সংস্কার করার উপযুক্ত সময়। তাই আসুন জেনে নিই সঠিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি, রোগবালাই প্রতিরোধ কৌশলসমূহ:-

পুকুরের পানি শুকিয়ে গেলে নিচ থেকে পচা কাদা তুলে ফেলতে হবে এবং শতাংশপ্রতি ১ কেজি চুন ও ১০ কেজি গোবর বা কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে।

পানি ভর্তি পুকুরে প্রতি শতাংশে ৬ ফুট পানির জন্য ১ কেজি চুন গুলে ঠাণ্ডা করে দিতে হবে। এছাড়া শতাংশপ্রতি ১০ কেজি গোবর, ২০০ গ্রাম ইউরিয়া ও ১০০ গ্রাম টিএসপি একসাথে মিশিয়ে পানি ভর্তি পুকুরে দিতে হবে।

শীতের পর এ সময় মাছের বাড়বাড়তি দ্রুত হয়। তাই পুকুরে প্রয়োজনীয় খাবার দিতে হবে এবং জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

মাছ যদি রোগাক্রান্ত হয় তাহলে প্রতি শতাংশ হিসেবে ১ কেজি করে পাথুরে চুন ছিটিয়ে দিতে হবে। এরপরও যদি না কমে তাহলে ২ সপ্তাহ পর পর আরও ২/১ বার দিতে হবে। সূত্র: এআইএস। ছবি: ইন্টারনেট।

 

এগ্রিকেয়ার/এমএইচ