ইসলামী ব্যাংক এমপ্লয়ীজ বহুমুখী

অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ইসলামী ব্যাংক এমপ্লয়ীজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।



বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, আব্দুল জব্বার ও মো. সালেহ ইকবাল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএএম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম।

সমিতির সভাপতি এটিএম শহীদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিগত বছরের আয় ব্যায়ের হিসাব তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং সরকারের উন্নয়ন নীতিমালার সাথে মিল রেখে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে টেকসই উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে।

আরও পড়ুন: গাজীপুরের শিমুলতলী বাজারে ইসলামী ব্যাংকের ব্যাংকিং বুথ উদ্বোধন