নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ‘পবিত্র ঈদ-উল-আযহা’ উদযাপনকে সামনে রেখে খুলনা বিভাগের ৯৪ হাজার কৃষক কোরবানির উদ্দেশ্যে প্রস্তুত করছে প্রায় ৮ (আট) লাখ গবাদিপশু। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন খুলনা বিভাগীয় মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কৃষক প্রশিক্ষণ, উঠান বৈঠক, মাঠ দিবসসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যসম্মত এবং বিজ্ঞানভিত্তিক পন্থায় হৃষ্টপুষ্টকরণে কৃষক-খামারিদের পরামর্শ দিয়ে যাচ্ছে।

এরপাশাপাশি পশু হৃষ্টপুষ্টকরণ খামারিদের দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, খুলনা বিভাগ, যশোর ”স্বাস্থ্যসম্মত উপায়ে গরু হৃষ্টপুষ্টকরণ কৌশল” সম্বলিত ফোল্ডার তৈরি ও বিতরণ করছে।

গত বছর যশোরে কোরবানি পশুর চাহিদা ছিল গরু-মহিষ-২৮ হাজার ৫০০, ছাগল-ভেড়া-২৬ হাজার।  মোট- ৫৪ হাজার ৫০০। তৈরি ছিলো গরু-মহিষ-৩৫ হাজার ৭৫২, ছাগল-ভেড়া-৩২ হাজার ৩৭৬, মোট-৬৮ হাজার ১২৮।

এখানকার খামারিরা গত বছর গরু-মহিষ প্রতি আয় করেছিলো প্রায় ২৫ হাজার টাকা, ছাগল-ভেড়া প্রতি আয়-ছিলো প্রায় গড়ে ৬ হাজার টাকা করে। ডাঃ ভবতোষ কান্তি সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, যশোর এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।