মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মাছ চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কার্প নার্সারি প্রদর্শনী খামারের পুকুর পরিদর্শন ও পরামর্শ প্রদান করা হয়েছে।

আজ (৩ জুলাই) মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় পুকুর পরিদর্শনের পাশাপাশি পরামর্শ দেন মৎস্য কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ফিসারিজ অফিসার তাসনিয়া তাসমীম, এ্যাসিসটেন্স ফিসারিজ অফিসার নজরুল ইসলাম, ফিল্ড অ্যাসিট্যান্ট আকলিমা আক্তার বিউটিসহ মৎস্য চাষিরা।

পরিদর্শনকালে কর্মকর্তারা অচাষযোগ্য মাছ পাওয়ার কথা জানতে পারেন। পরামর্শ হিসেবে ওইসব অচাষযোগ্য মাছ পুকুর থেকে সরানোর কথা বলেন।