নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: জ্বালানি তেলের দাম বাড়ায় বাংলাদেশে চালের দাম বেড়েছে। ফলে এ সপ্তাহে ভারত থেকে আমদানি চাহিদা ছিল তুলনামূলক কম। ফলে কমেছে ভারতীয় চালের দাম। কিন্তু উল্টো চিত্র দেশের বাজারে।

দেশের বৃহত্তর চালের মোকাম নওগাঁয় প্রতি কেজি ধান চাল পরিবহনে খরচ বেড়েছে ২ টাকা করে। এর প্রভাব পড়েছে চালের বাজারে। তাই সপ্তাহের ব্যবধানে পাইকারিতেই চালের কেজি ৩-৪ টাকা বেড়েছে। আর খুচরা পর্যায়ে বেড়েছে ৫-৬ টাকা। বস্তায় বেড়েছে ৩০০ টাকা। দেশের প্রায় সব জায়গাতেই বেড়েছে চালের দাম।

চলতি সপ্তাহে কমেছে ভারতীয় চালের রফতানি মূল্য। দেশটির প্রধান ক্রেতা দেশগুলোয় চাহিদা কম থাকায় কৃষিপণ্যটির বাজার দরে নিম্নমুখী প্রভাব পড়েছে। অন্যদিকে ভারতের চাল ক্রেতা আফ্রিকানরা সক্রিয় ছিলেন না। এমনই খবর প্রকাশ করেছে বিজনেস রেকর্ডার।

পড়তে পারেন: মানুষের কষ্ট লাঘবে ১৫ টাকা কেজি চাল দেবে সরকার

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি সপ্তাহে বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশটির ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের মূল্য স্থির হয়েছে টনপ্রতি ৩৬০-৩৬৬ ডলারে। গত সপ্তাহে যা ছিল ৩৬৪-৩৭০ ডলার।

তবে বিশ্লেষকরা বলছেন, ভারতে বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। এ কারণে উৎপাদন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে চলতি সপ্তাহে দাম কমলেও শিগগিরই তা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উৎপাদন ঘাটতি ও মূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছে। দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রায় ১০ লাখ টন চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। কিন্তু ডলারের বাজারে অস্থিরতার কারণে আমদানি চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত মাসে বাংলাদেশ মাত্র ১৫ হাজার ৫০০ টন চাল আমদানি করে।

পড়তে পারেন: চালের বস্তায় বাড়লো ৩০০ টাকা, গরীবের মোটা চালেও আগুন

এদিকে ভিয়েতনামের ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চাল রফতানি হচ্ছে ৩৯০-৩৯৩ ডলারে। নতুন মৌসুমের চালের গুণগত মান এবং থাই ও ভারতীয় চালের নিম্নমুখী বাজারের ফলে ভিয়েতনামের চালের দামও কমতির দিকে।

নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বণিক বার্তাকে বলেন, বর্তমানে বাজারে ধানের সরবরাহ কম থাকায় প্রতিযোগিতামূলকভাবে বেশি দামে কিনতে হচ্ছে আবার ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়েছে।

তাই ধান কেনার পর মিল পর্যন্ত আনতে প্রতি কেজিতে ২ টাকা বাড়তি খরচ যোগ হচ্ছে। পরিবহনের বাড়তি খরচ সমন্বয় করে পাইকারি পর্যায়ে প্রতি কেজি চালের দাম ৩-৪ টাকা বেড়েছে। ভারতেও চালের দাম বেশি বলে মন্তব্য করেন তিনি।

এগ্রিকেয়ার/এমএইচ