অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মহামারি করোনা ভাইরাসে ভারতের সামগ্রিক অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। অপরদিকে করোনাকালেও দেশটির ২০২০ সালে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে তুলা রফতানি আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

করোনাকালেও আন্তর্জাতিক বাজারে ভারতের তুলা রফতানি বেড়েছে এমনই তথ্য প্রকাশ করেছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক এক প্রতিবেদন।

ভারত বিশ্বের শীর্ষ তুলা উৎপাদনকারী দেশ হিসেবে বৈশ্বিক শীর্ষ তালিকায় দেশটি তৃতীয় অবস্থানে রয়েছে। ২০২০ সালে ভারতে সব মিলিয়ে ২ কোটি ৮৫ লাখ বেল তুলা উৎপাদন হয়েছে। আগের বছরের তুলনায় বিদায়ী বছরে ভারতে পণ্যটির উৎপাদন কমেছে ৬ দশমিক ৫৬ শতাংশ।২০২০ সালে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৪৫ লাখ বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা রফতানি হয়েছে।

আরোও পড়ুন: উজবেকিস্তানে বেড়েছে তুলা উৎপাদন 

আগের বছরের তুলনায় বিদায়ী বছরে ভারত থেকে পণ্যটির রফতানি বেড়েছে ৫০ শতাংশ। ২০১৯ সালে ভারত থেকে সব মিলিয়ে ৩০ লাখ বেল তুলা রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৫৫ শতাংশ কম। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রফতানি ১৫ লাখ বেল বেড়েছে এমনই জানিয়েছে ইউএসডিএর ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদন।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে আরোও বলা হয়েছে, বিদায়ী বছরে ৪৫ লাখ বেল রফতানির মধ্য দিয়ে ভারতের তুলা রফতানিতে দুই বছরের মন্দা ভাব কেটেছে। ২০১৮ সালেও ভারত থেকে আগের বছরের তুলনায় ৩২ দশমিক ২৫ শতাংশ কমে ৩৫ লাখ ১১ হাজার বেল তুলা রফতানি হয়েছিল।

এর আগে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি তুলা রফতানির রেকর্ড হয় ২০১১ সালে। ওই বছর ভারত থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ১০ লাখ ৮০ হাজার বেল তুলা রফতানি হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ১২১ দশমিক ৬০ শতাংশ বেশি।

আরোও পড়ুন: তুলা ব্যবহারে বড় প্রবৃদ্ধির সম্ভাবনা ভারতের

২০১৯ সালে ভারতে সব মিলিয়ে ৩ কোটি ৫ লাখ বেল তুলা উৎপাদন হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ২২ শতাংশ বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভারতে তুলা উৎপাদন ২০ লাখ বেল কমেছে।

ভারতের ইতিহাসে ২০১৩ সালে সবচেয়ে বেশি ৩ কোটি ১০ লাখ বেল তুলা উৎপাদন হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৭৭ শতাংশ বেশি।

ভারতীয় তুলা খাতের প্রতিষ্ঠান সাউথ ইন্ডিয়া মিলস অ্যাসোসিয়েশনের (এসআইএমএ) সেক্রেটারি জেনারেল ড. কে সেলভারাজু বলেন, ২০২০ সালের মার্চে শুরু হওয়া লকডাউন ভারতীয় তুলা উৎপাদন খাতকে ভীষণ রকমের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ব্যাহত হয়েছে পণ্যটির উৎপাদন। তবে রফতানি খাতে এর প্রভাব পড়েনি। উৎপাদন কমে আসার বিপরীতে বাড়তি রফতানি চাহিদা ভারতের বাজারে তুলার দাম বাড়িয়ে দিয়েছে, যা আগামী দিনগুলোতেও বাড়তির দিকে থাকতে পারে।

করোনাকালেও ভারতের তুলা রফতানি বাড়লো এমনই খবর পকাশ করেছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ও এগ্রিমানি।

করোনাকালেও আন্তর্জাতিক বাজারে ভারতের তুলা রফতানি বাড়লো শিরেোনামে সংবাদের তথ্য বণিক বার্তা থেকে নেওয়া হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ