কাল (বুধবার) থেকে জাতীয়

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: দেশব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে কাল (বুধবার) থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ শুরু হচ্ছে। ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে শুরু হওয়া জাতীয় সপ্তাহ চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃখক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মৎস্যচাষী, মৎস্যজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা, মৎস্য সম্প্রসারণ কর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টায় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন এবং মৎস্য খাতে অবদানের জন্য নির্বাচিত ১৭ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ‘জাতীয় মৎস্য পুরস্কার-২০১৯’ প্রদান করবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনি ওইদিন বেলা ১১টায় গণভবনে মাছের পোনা অবমুক্ত করবেন। সপ্তাহটি উদযাপন উপলক্ষে আগামীকাল (বুধবার, ১৭ জুলাই) সকাল ৮টায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খানের নেতৃত্বে মৎস্যভবন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।

মৎস্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ‘মৎস্য মেলা’ অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি জেলায় তিনদিনের মৎস্য মেলাও অনুষ্ঠিত হবে।

এছাড়া নেত্রকোণায় ৫দিনের একটি ‘প্রযুক্তি ভিত্তিক মৎস্য মেলা’ অনুষ্ঠিত হবে।

সপ্তাহজুড়ে দেশব্যাপী জেলা-উপজেলার মুক্ত জলাশয়, হাওড়-বাওর, খালবিল ও নদীতে ব্যাপকভাবে মৎস্য অবমুক্তির পাশাপাশি রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার পৃথকভাবে বঙ্গভবন ও সংসদের লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের পুকুর ও লেকেও পোনা অবমুক্ত করা হবে।

আরও পড়ুন: মৎস্য সপ্তাহ ১৭-২৩ জুলাই, ১৭ ব্যাক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দিবেন প্রধানমন্ত্রী

মৎস্য সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল স্থান এবং মাছের আড়তে গণসচেতনতামূলক সভা সেমিনার ও ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। শেষদিন ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনীতে সপ্তাহের মূল্যায়ন এবং কেন্দ্রীয় মৎস্য মেলায় অংশগ্রহণকারী সেরা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।

কাল (বুধবার) থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ শুরু শিরোনামে সংবাদটি তৈরিতে বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে তথ্য সহায়তা নেয়া হয়েছে।