প্রাণি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুরবানির হাট ব্যবস্থাপনা শীর্ষক একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণি সম্পদ অধিদফতরের পক্ষ থেকে এ গ্রুপ খোলা হয়েছে।

গ্রুপটির নাম: Kurbanirhat Coordination Cell-2018 (KCC), DLS. https://www.facebook.com/groups/226612461376267/ এ লিঙ্কে প্রবেশ করলেই গ্রুপটিতে যাওয়া যাবে।

আজ বৃহস্পতিবার (৯ আগষ্ট) এক অফিস আদেশে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, প্রাণিসম্পদ কর্মকর্তাদের গ্রুপটিতে যোগ দিয়ে অধিনস্ত সকল দপ্তরের কুরবানির হাট ব্যবস্থাপনা কার্যক্রম, হাটের বা খামারের পশুর আকর্ষনীয় ছবি, চিকিৎসা ও পরামর্শ কার্যক্রমসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কার্যক্রমের ক্যাপশনসহ ছবি ও সংক্ষিপ্ত বর্ণনা আপলোড করার জন্য অনুরোধ করা হলো।

ডা. মো. সাইফুল ইসলাম, অধ্যক্ষ, অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট সাভার, ঢাকা ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির হাটের ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় কমিটি স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব বলা হয়েছে।