অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে কোরবানির ঈদ পর্যন্ত পেঁয়াজ আমদানি করতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে, পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) চেয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গতকাল রোববার (২৭ মার্চ ২০২২) কৃষি সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ২৯ মার্চ পর্যন্ত পেঁয়াজের আইপি ইস্যু চলমান থাকায় বাজারমূল্য সাম্প্রতিক সময়ে আগের তুলনায় স্থিতিশীল। ২৯ মার্চের পর আইপি ইস্যু না করলে বাজার আবার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

পড়তে পারেন: ঘরোয়া উপায়ে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ কৌশল

ঈদুল ফিতর পর্যন্ত আইপি ইস্যু অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

তাই আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে পেঁয়াজের সরবরাহ চেইন গতিশীল রাখার জন্য ঈদুল ফিতর পর্যন্ত আইপি ইস্যু অব্যাহত রাখা প্রয়োজন।

জানা গেছে, পেঁয়াজ আংশিক আমদানিনির্ভর একটি নিত্যপ্রয়োজনীয় পচনশীল পণ্য। দেশে প্রায় ২৫ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এর মধ্যে রমজান মাসে চাহিদা প্রায় চার থেকে সাড়ে চার লাখ টন।

সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ ক্ষতি বাদে প্রায় ছয় থেকে সাত লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। নিকট অতীতে পণ্যটির বাজার বেশ কয়েকবার অস্থিতিশীল হয়েছে।

দেড় বছর পর আবারও বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। একদিনে এই বন্দর দিয়ে ৫২টি ট্রাকে দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।

চলতি মাসের রোববার (২০ মার্চ) সন্ধ্যায় প্রথম চালানে প্রায় দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ এসেছে বলে সোমবার (২১ মার্চ) জানিয়েছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। দেশের অন্য বন্দর দিয়ে কমবেশি পেঁয়াজ আমদানি হলেও আইপিসহ নানা জটিলতার কারণে এতোদিন বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে নতুন আইপি পেলে বিষয়টি সহজ হবে আরো।

পড়তে পারেন: ভারত থেকে রেকর্ডসংখ্যক পেঁয়াজ আমদানি

পেঁয়াজ আমদানিকারক মেসাস গাজী ইন্টারন্যাশনালের কয়েকজন প্রতিনিধি জানান, আগামী ২৯ মার্চের মধ্যে পেঁয়াজ আমদানি শেষ করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়। এতে আগের এলসির ক্রয়কৃত পেঁয়াজ দ্রুত আমদানি শেষ করতে হচ্ছে। হঠাৎ করে দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা অনেকটা লোকসানের মুখে পড়বেন বলে জানিয়েছেন তারা।

পাইকারি পেঁয়াজ ক্রেতা আব্দুর রহিম জানান, আমদানির খবরে স্থানীয় বাজারে এক দিনেই দাম কমেছে কেজিতে ৫-৬ টাকা। যেভাবে আমদানি বেড়েছে, আরও দাম কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

পড়তে পারেন: রসুন ৩০, পেঁয়াজের কেজি ২৪ টাকা

রহমত নামে অপর এক ক্রেতা বলেন, দুদিন আগে পেঁয়াজের কেজি ছিল ৩২-৩৫ টাকা। আমদানির খবরে এখন কেজি ২৭ টাকায় দাঁড়িয়েছে। এতে দ্রবমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পেঁয়াজের দাম কমায় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি।

বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, প্রায় দেড় বছর পর আবারও বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল ৫২টি ট্রাকে প্রায় দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ