নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশজুড়ে আমন ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন দেশের কৃষকেরা। ধান কাটা, মাড়াই, সংরক্ষণেই সময় কেটে যাচ্ছে তাদের। মাঠজুড়ে আমন ধানে যেন অন্য এক আবহ তৈরি হয়েছে।

ফসলের মাঠ ও বাড়িতে এমন দৃশ্যের দেখা মিলছে। তবে কাজের ফাঁকে এসব কৃষকের কপালে হতাশার ছাপ রয়েছে ধানের ন্যায্য দাম না থাকায়।

ফলন ভালো হলেও দাম না পাওয়ায় অনেক কষ্টের ফসল তৃপ্তির হাসি ফুটাতে পারছে না কৃষকের মুখে।

রাজশাহীর ফসলের মাঠ থেকে কৃষকের কর্মযজ্ঞের এসব ছবি তুলেছেন সিনিয়র সাংবাদিক মেহেবু্ব আলম বর্ণ।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, চলতি মৌসুমে সারাদেশে আমন ধানের চাষবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৩ লাখ ৩৬হাজার ৮০৩ হেক্টর জমি। এর মধ্যে রয়েছে কুমিল্লা অঞ্চলের লক্ষ্যমাত্রা ৭১ হাজার ১৬৫ হেক্টর, খুলনা অঞ্চলের ১ লাখ ৯৫ হাজার ৫১৯ হেক্টর, চট্টগ্রাম অঞ্চলের ৪ লাখ ৫৭ হাজার ৫৬২ হেক্টর, ৯৪ হাজার ৫৩১ হেক্টর, দিনাজপুর অঞ্চলের ৪ লাখ ৯২ হাজার ৩৯১ হেক্টর, ফরিদপুর অঞ্চলের ১ লাখ ২০ হাজার ৬৩৮ হেক্টর, বগুড়া অঞ্চলে ১ লাখ ১৬ হাজার ১৩৮ হেক্টর, বরিশাল অঞ্চলে ৬ লাখ ১ হাজার ১৪২ হেক্টর, ময়মনসিংহ অঞ্চলে ২ লাখ ৬৫ হাজার ২৪৫ হেক্টর, যশোর অঞ্চলে ১ লাখ ১০ হাজার ৩৬৭ হেক্টর,  রংপুর অঞ্চলের ৫ লাখ ৯৪ হাজার ১৮৪ হেক্টর, রাজশাহী অঞ্চলে ২ লাখ ১৭ হাজার ৯২১ হেক্টর, সিলেট অঞ্চলে ১ লাখ ৩৮ হাজার ৩৩৫ হেক্টর জমিতে।

আগামাী পর্বে ধানের দাম নিয়ে বিস্তারিত প্রতিবেদন পড়ুন। প্রতিবেদনটি আপনার ফেসবুক ওয়ালে পেতে আমাদের ফেসুবক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন। https://www.facebook.com/AgriCare24com-320632075085761/