ছাগল পালনের সবচেয়ে বড় সুবিধে হলো আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়।এছাড়াও পরিবারের গোশত ও দুধের চাহিদা মিটে।ছাগল পালনে লাভবান হতে হলে কয়েকটি বিষয়ে জোরদার পদক্ষেপ নেওয়া জরুরি। সর্বপ্রথম যা করতে হবে তা হলো ছাগলের বাচ্চা প্রসবের পর যত্ন নেওয়া। আসুন জেনে নিই ছাগলের বাচ্চার যত্ন করবেন যেভাবে। লিখেছেন কৃষিবিদ ডক্টর মো. জাহাঙ্গীর আলম।

ছাগলের বাচ্চার যত্ন :

১. শুকনা জায়গায় ছাগলের বাচ্চা প্রসবের ব্যবস্থা করতে হবে।

২.বাচ্চা প্রসবের পর বাচ্চার পুরো শরীর ভালোভাবে পরিষ্কার করে নাভির নিচের নাড়ি কেটে দিতে হবে।

৩.কয়েক ঘণ্টার মধ্যেই বাচ্চাকে শাল দুধ অর্থাৎ মায়ের ওলান থেকে নিঃসৃত প্রথম দুধ খাওয়াতে হবে।

৪.কারণ এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। জন্মের পর বাচ্চার নাভি টিংচার আয়োডিন দিয়ে মুছে জীবাণুমুক্ত করতে হবে।

৫. মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণ না হলে কৃত্রিমভাবে দুধ খাওয়ানোর ব্যবস্থা নিতে হবে।

৬. প্রথম সপ্তাহ বাচ্চাকে ৫ ঘণ্টা পরপর খাওয়াতে হবে।

৭. পরবর্তী সপ্তাহে দিনে ৪ বার খাওয়ালেই চলবে।

উল্লেখ্য যে, কৃত্রিমভাবে দুধ খাওয়াতে হলে বোতল ও নিপল অবশ্যই পরিষ্কার রাখতে হবে। জন্মের ২-৩ সপ্তাহ পর হতেই দানাদার ও আঁশযুক্ত খাবার খাওয়ানোর অভ্যাস করাতে হবে। মোটকথা বয়স্ক ছাগলের চেয়ে বাচ্চা ছাগলের প্রতি একটু বেশি নজর দিতে হবে একটু বেশি সতর্ক থাকতে হবে।

আরোও পড়ুন: ছাগলের পুষ্টিকর খাদ্য ও খাওয়ানোর পদ্ধতি

ছাগলের প্রাণঘাতী পিপিআর রোগের লক্ষণ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা

গরু মোটাতাজাকরণ ও ছাগল, ভেড়া, গাভী পালনে মিলবে কৃষি ঋণ

ছাগলের বাচ্চার যত্ন করবেন যেভাবে শিরোনামে লেখাটি লিখেছেন কৃষিবিদ ডক্টর মো. জাহাঙ্গীর আলম, উপপরিচালক (গণযোগাযোগ), কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা।