মোঃ ইব্রাহীম হোসেন, এগ্রিকেয়ার২৪.কম: কন্টিকারি নামের উদ্ভিদ নানা নামে পরিচিত। কন্টালিকা, কন্টকিনী, কণ্টকারী, ধাবনী, ক্ষুদ্রা ইত্যাদি নাম রয়েছে।তিতবেগুন নামেও ডাকা হয়। তবে “কন্টিকারি” নামটি বহুল পরিচিত।এই গাছটি প্রায় বিলুপ্তির পথে।এখন সহজে আর খুঁজে পাওয়া যায় না।

“কন্টকারি” গাছের বৈশিষ্ট্য:
১. ছোট ছোট কাঁটাযুক্ত গাছ
২. পাতা হালকা সবুজ
৩. গাছ সাধারণত ১-২ মিটার উঁচু হয়
৪. ফুল হালকা বেগুনি ,হালকা হলুদ এবং সাদা বর্ণের হয়।

“কন্টকারি” গাছের ঔষধি গুনাগুন:
১.হজম শক্তি বাড়াতে
২.কৃমি সারাতে
৩.হাঁপানি সারাতে
৪.যৌন সমস্যা সমাধানে
৫.গরুর ক্ষুরারোগে
৬.গরুর দুধ বৃদ্ধিতে
৭.গরুর বাদলা রোগে
৮.বাত জ্বরে
৯.শরীরের ব্যাথার চিকিৎসায়।

বি.দ্র:কৃষি বিষয়ে আপনার জানা- জিজ্ঞাসার সকল তথ্য এগ্রিকেয়ার২৪.কম ফেসবুক পেজের মাধ্যমে পাবেন।মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ।২৪ ঘণ্টা কৃষির যত্নে, কৃষকের সাথে (ফসল, মৎস্য, প্রাণি, পোল্ট্রি) পরিপূর্ণ নিউজপোর্টাল, কৃষির সব খবর পেতে পেজে লাইক দিয়ে সঙ্গেই থাকুন।
তিতবেগুন গাছের ভেষজ গুণাবলি শিরোনামে সংবাদের লেখাটি লিখেছেন রাজশাহী কলেজ গণিত বিভাগের শিক্ষার্থী  মোঃ ইব্রাহীম হোসেন 

উল্লেখ্য, রাজশাহী কলেজে শুরু হয়েছে ‘প্লান্ট ফটোগ্রাফি ২০২০’ প্রতিযোগিতা। কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের (আরসিএনসিসি) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নামসহ লেখা পত্রিকায় প্রকাশ করা হবে।

বিস্তারিত: রাজশাহী কলেজে ‘প্লান্ট ফটোগ্রাফি’ প্রতিযোগিতা শুরু