ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩২ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪২০৬ জনে। সেইসাথে নতুন করে আরও ২১৩১ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় এই সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮ হাজার ৯২৫ জন।

নতুন করে আরও ২০২৭ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ মানুষের সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

আজ শনিবার ২৯ আগস্ট ২০২০ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরোও পড়ুন: করোনায় ৩১ লাখের গণ্ডি পেরিয়ে ভারত

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুই হাজার ১৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮ হাজার ৯২৫ জনে। এছাড়া আরও ৩২ জনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার ২০৬ জনে। একই সময়ে ২০২৭ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ ব্যক্তির সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৮৩৬ জন।

করোনা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় পরিস্থিতি নিয়ে শঙ্কা বাড়ছে।