পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ

সাজ্জাদ হোসাইন, পবিপ্রবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, সভাপতি ইমরান, সম্পাদক পিয়াল  নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে নতুন এ কমিটির যাত্রা শুরু হলো।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির নতুন ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেয়া হয়।

ক্যাম্পাস সাংবাদিকদের একতাবদ্ধ রাখা এবং নিজেদের দক্ষতা বাড়াতে এ সংগঠনের শুভ সূচনা করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারী, ২০২০) বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে এ কমিটি গঠিত হয়।

এবারের কমিটিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মাহমুদুল হাসান পিয়াল।

পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১  মোঃ কামরুজ্জামান আকিমুল, সহ-সভাপতি-২ মোঃমারুফ বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ হাবিবুল্লাহ শেখ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ও কামাল তুহিন।

কোষাধ্যক্ষ মোঃ ফাহিম ফয়সাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত। কার্যকরী সম্পাদক মোঃ পরশ মনি ও আলিফ নূর শর্মি।

পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, সভাপতি ইমরান, সম্পাদক পিয়াল সংবাদে এগ্রিকেয়ার২৪.কম নতুন এ কমিটির প্রতিটি সদস্যদের অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছে।

নতুন এ কমিটির লক্ষ্য হোক সঠিক ও স্বচ্ছ সংবাদ পরিবেশন এই প্রত্যাশা করেছে দেশের অন্যতম বৃহৎ অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম।

আরও পড়ুন: সমাবর্তনে বর্ণিল সাজে পবিপ্রবির ক্যাম্পাস, সরগরম আড্ডায় মেতেছেন সাবেক শিক্ষার্থীরা