মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: পুকুরের পানি গাঢ় সবুজ হয়ে মাছ মারা যায় কয়েকটি কারণে।পুকুরে যদি অতিরিক্ত প্ল্যাংকটন তৈরি হয় কিংবা অক্সিজেনের অভাব হয় তাহলে এমনটি হতে পারে। আসুন জেনে নেওয়া যাক পানির রঙ গাঢ় সবুজ হয়ে মাছ মরা রোধে করণীয়।

এ অবস্থার সম্মুখীন হলে যা যা করবেন:

১. পানির রঙ গাঢ় সবুজ হলে প্রতি শতকে ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে।

২. মাছের খাবার অব্যাহত রাখা যাবে না। খাবার ও রাসায়নিক সার সাময়িক বন্ধ রাখতে হবে।

৩. পুকুরে যদি পানির পরিমাণ কম থাকে তাহলে পানির পরিমাণ বাড়াতে হবে।

৪. আরো একটি পদ্ধতি রয়েছে। তুঁতে ১২-১৪ গ্রাম/শতক হারে ছোট পোঁটলায় বেঁধে ওপর থেকে ১০-১৫ সেমি. নিচে বাঁশের খুঁটিতে বেঁধে রাখলে ভালো হয়।

৫. পুকুরে সিলভার কার্প মাছ ছাড়তে হবে।

আরোও পড়ুন: মাছের গোলাকার হলদে ফুটকি রোগের লক্ষণ ও প্রতিকার

জেনে নিন মিশ্র মাছ চাষে চুন ও সার প্রয়োগ পদ্ধতি

মাছের রক্ত জমাট বাঁধা রোগের কারণ ও লক্ষণ

পানির রঙ গাঢ় সবুজ হয়ে মাছ মরা রোধে করণীয় শিরোনামে লেখাটি লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ মারুফ কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা। লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে নেওয়া হয়েছে।

এগ্রিকেয়ার/ এমএইচ