নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারে বেড়েছে আরামপ্রিয়তা। সাথে হয়েছে ফ্যাশনপ্রিয়। কোন শার্ট- প্যান্ট পরলে স্টাইলিশ লাগবে সেটােই করছেন অনেকে। তবে নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) এর নির্দেশনা অনুযায়ী পুরুষের চুল রাখা ও কাটার ব্যাপারে ইসলামী শরিয়ত তিনটি পদ্ধতি নির্ধারণ করে দিয়েছে।

পুরুষের চুল রাখা ও কাটার ব্যাপারে ইসলামী শরিয়তে যে তিন পদ্ধতি আলোচনা রয়েছে তা হলো:

এক. বাবরি চুল রাখা। বাবরি চুল রাখার তিনটি সুন্নত পদ্ধতি রয়েছে। ১. ওয়াফরা তথা কানের লতি পর্যন্ত চুল রাখা। (আবু দাউদ, ৪১৮৫)

২. লিম্মা তথা ঘাড় ও কানের লতির মাঝামাঝি পর্যন্ত চুল রাখা। (আবু দাউদ, হাদিস : ৪১৮৭)

৩. জুম্মা তথা ঘাড় পর্যন্ত রাখা। (আবু দাউদ, হাদিস : ৪১৮৩)

দুই. মুণ্ডিয়ে ফেলা। ইসলামের দৃষ্টিতে মাথা মুণ্ডিয়ে ফেলাও সুন্নত। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৫/১৪৯, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত : ১২/৪৩)

আরোও পড়ুন: চীনে ইসলামের সোনালী যুগ

তিন. সব চুল সমান করে কাটা। যাদের হেয়ার স্টাইলের শর্ট কাট বা আন্ডার কাট, তারা একটু সচেতনভাবে কাটলেই গুনাহ থেকে বেঁচে যেতে পারেন। আর নিয়ত থাকতে হবে ইসলামের প্রতি সম্মান। কোনো অমুসলিমকে অনুসরণ নয়। কারণ প্রতিটি কাজই নিয়তের ওপর নির্ভরশীল।

পুরুষের চুল রাখা ও কাটার ব্যাপারে ইসলামী শরিয়তে যে তিন পদ্ধতির কথা বলা হয়েছে তা সবার মেনে চলাই সর্বোৎকৃষ্ট হবে ।