নওগাঁ প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: নওগাঁর পোরশায় গ্রামে গ্রামে চলছে কৃষকদের নিয়ে উঠান বৈঠক। কৃষকদের মাঝে উদ্ভাবিত আধুনিক প্রযুক্তিগুলো পৌঁছে দেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে মাঠ পর্যায়ে কৃষক প্রশিক্ষণের আয়োজন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষকরা এই সব আধুনিক কৃষি প্রযুক্তিগুলো প্রয়োগ ও ব্যবহার করে অল্প পরিশ্রমে, কম খরচে ও বিষমুক্ত দ্বিগুণ পরিমাণ ফসল উৎপাদন করতে পারবেন।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২০) বিকালে সামাজিক দুরত্ব বজায় রেখে ফসল উৎপাদনে উন্নত প্রযুক্তি, বর্তমান করণীয় ও সমস্যা বিষয়ে উপজেলার নিতপুর মনোহরপুর মোড়ে ওই এলাকার কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পোরশায় গ্রামে গ্রামে চলছে কৃষকদের নিয়ে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কৃষক নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল হাইয়ের পরিচালনায় উঠান বৈঠকে স্থানীয় শতাধীক কৃষক, কৃষাণী উপস্থিত ছিলেন।

এগ্রিকেয়ার/এমএইচ