আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে লোকালয়ে ঘুরছে মুখপোড়া হনুমান। কেউ খাবার দিলেই সানন্দে গ্রহণ করছে হনুমানটি। কখনো ঘরের চালে, কখনো গাছের ডালে বসে থাকছে এই প্রাণিটি। এলাকাবাসী কলা, বিস্কুট, বাদাম, কেক যা ছুঁড়ে দিচ্ছে সেটাই গ্রহণ করছে হনুমানটি।

উপজেলা পরিষদ সড়কের মমতা ফটো স্টুডিও’র স্বত্ত্বাধিকারী মো. খালেকুজ্জামান খালেক বলেন, ‘হঠাৎ করেই সকালে উপজেলা পরিষদ রোডস্থ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের সড়ক সংলগ্ন সীমানা প্রাচীরে দেখা যায় হনুমানটিকে। এটি একটি মুখপোড়া হনুমান।

উৎসুক মানুষ এদের কলা, পাউরুটি, বিস্কুটসহ নানা খাবার খেতে দিয়েছে। খাবার খেয়ে সে এক গাছ থেকে অন্য গাছে চলে গেছে। পরে আর দেখা মিলেনি।’

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

বান্দরবানে আম আকৃতির ডিম পাড়ছে মুরগি!

এক টেকনিকেই টমেটোর ফলন হবে দ্বিগুণ

অবশেষে লিচু গাছে সেই আমের রহস্য উন্মোচন!

হনুমানটি প্রথমবারের মতো দেখা শিশু রুপ গুপ্তা, আনুশিকা রায়, দেব গুপ্ত পাগলু ও আরশি রায় বলে, ‘আমাদের বাগান বাড়িতে হঠাৎ একটি হনুমান দেখা যায়। এটি দেখতে বহুমানুষ আসে। আমরা প্রথমবারের মতো এতো কাছ থেকে হনুমান দেখেছি। আগে চিরিয়াখানায় দেখেছিলাম কিন্তু আজ সামনাসামনি বাড়ির পাশেই দেখলাম। প্রথমে ভয়ে কেউ কাছে যাচ্ছিলাম না কিন্তু পরে খাবার নিয়ে গেলে হনুমানটি এসে হাত থেকে খাবার নিয়ে গেছে।’

মধ্যপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই বলেন, ‘মুখপোড়া এই হনুমানটি দল ছুট হয়ে জনপদে ঢুকে পড়েছে। সাধারণত খাবারের অভাবে এরা বন থেকে লোকালয়ে আসে। আবার এক সময় ঘুরতে ঘুরতে এরা নিজেদের দলে ঢুকে বনে চলে যায়।’

এগ্রিকেয়ার/এমএইচ