নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: করোনার লকডাউনে ফোন দিলেই বাসায় পৌঁছে যাচ্ছে মাছ! যেতে হচ্ছে না বাজারে। গাজীপুরের শ্রীপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অনলাইনে বিক্রি হচ্ছে মাছ। মৎস্য অফিসের নির্দেশে এলাকায় মাছ বিক্রির ভ্রাম্যমাণ দোকান ঘুরছে অলিতে-গলিতে।

উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, ১০ দিন ধরে ভ্রাম্যমাণে মাছ বিক্রির এ কার্যক্রম চলছে। করোনার সংক্রমণ রোধে বাজারে যেতে হচ্ছে না মানুষকে। ভোক্তারা বাজারের দামের তুলনা ভ্রাম্যমাণে কম দামে পাচ্ছেন মাছ। জনবহুল আবাসিক এলাকায় বেশ কয়েকটি ভ্যানগাড়িতে মাছ বিক্রি করা হচ্ছে। মাছ পরিবহনের জন্য পুরো উপজেলায় সমিতিভিত্তিক ছয়টি পিকআপ ভ্যান দেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে ‘অনলাইন ফিস মার্কেট, শ্রীপুর, গাজীপুর’ নামের ফেসবুক পেইজে মাছ বিক্রি করছেন বিক্রেতারা। সেখানে যে কেউ মাছ অর্ডার করতে পারছেন। এতে কোন পরিমাণ নির্ধারণ করা নেই, কিনতে পারছেন চাহিদামতো।

এছাড়া শ্রীপুরে কাঁচাবাজারে ‘গ্রোথ সেন্টার’ স্থাপন করা হয়েছে। সেখানে মাছ বিক্রেতার নাম, ফোন নাম্বার দেওয়া হয়েছে। এসব নম্বরে ফোন দিয়ে বাসায় মাছ কিনতে পারছেন।

মাছ বিক্রেতা আবুল হাশেম এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, “কিছুদিন আগে দিনে ২০ হাজার ২২ হাজার টাকার মাছ বিক্রি করেছি। এখন কমে গেছে। আজকে সাড়ে ১১ হাজার টাকার মাছ বিক্রি করেছি। আগের চেয়ে এখন মানুষের কম সাড়া পাচ্ছি। একদিন কম, একদিন বেশি হবেই।”

শ্রীপুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, ‘ করোনা মহামারি রোধে লকডাউন সফলে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের সাড়া পাওয়া যাচ্ছে। ফোন দিলেই বাসায় পৌঁছে যাচ্ছে মাছ। মানুষ ঘরে বসে তাজা মাছ কিনতে পারছে এটাই বড় বিষয়।’

 

এগ্রিকেয়ার/এমএইচ