বরগুনা প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: ইলিশের প্রধান প্রজনন মৌসুমের সামুদ্রিক ইলিশসহ যে কোনো প্রজাতির মৎস্য আহরণ ২২ দিন নিষেধাজ্ঞায় বাজারে সামুদ্রিক মাছ না থাকায় বরগুনার পাথরঘাটায় বেড়েছে হাঁস, মুরগি ও মাছের দাম।

আজ সোমবার সকালে পাথরঘাটা বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার পাশাপাশি ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩৪০ টাকা, লেয়ার ৩৫০ টাকা, দেশি মুরগি ৪৩০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙ্গাস ২০০ টাকা,রুই ৩৫০ টাকা দামে বিক্রি হচ্ছে; যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে ৪০ থেকে ১০০ টাকা। এ ছাড়া হাঁস প্রতিটি ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন

দাম বেড়েছে ব্রয়লার মুরগি চাল পেঁয়াজের

চড়া মাছের বাজার, কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা

প্রথম বারের মতো বিশেষ ‘মাছের বাজার’ চালু

পাথরঘাটা বাজারে মুরগি ও মাছ ব্যবসায়ীরা বলেন, বাজারে সামুদ্রিক মাছ না থাকার কারণে মাছ ও মুরগির চাহিদা বাড়ায় পর্যাপ্ত চাষের মাছ ও মুরগির আমদানি না থাকায় দামও বেড়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, নিত্যপ্রয়োজনীয় বাজার যাতে ঊর্ধ্বমুখী না হয় সে জন্য বাজারে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণ করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

এগ্রিকেয়ার/এমএইচ