কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সোমবার (৭ মে) পশুপালন অনুষদের লেভেল ৫, সেমিস্টার ১ শিক্ষার্থীদের ইন্টার্নশীপ উদ্বোধন করা হয়েছে। সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই ইন্টার্নশীপের আয়োজন করা হয়।

পশুপালন অনুষদের  ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার এগ্রো কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল রহমান টুটুল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রাক্তন প্রফেসর ড.এস.এম. বুলবুল।

এতে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. ফজলুল হক ভুঁইয়া, শিক্ষার্থীদের ইন্টার্নশীপ এর বিভিন্ন দিক নির্দেশণামূলক বক্তব্য রাখেন সহকারী প্রফেসর মো. শফিকুর রহমান শিশির।

প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, গ্র্যাজুয়েটরা তোমরা তোমাদের ইন্টার্নশীপের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে দেশের প্রাণিসম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করি।

প্রফেসর এস.এম. বুলবুল বলেন, তোমরা যেভাবে পরিশ্রম করবে সেভাবে উন্নতি লাভ করতে পারবে। সবসময় মনে রাখতে হবে যেমন কর্ম তেমন ফল। এতে ১৫২ জন ইন্টার্নশীপের শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এরমধ্যে উচ্চতর দক্ষতা অর্জনে ১৫ জন শিক্ষার্থী জাপান, নেপাল, থাইল্যান্ড ও ভারত যাবেন।