ক্যাম্পাস ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হেকাপ প্রকল্পের অর্থায়নে ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজী এ্যন্ড হাইজিন বিভাগের আয়োজনে বায়োইনফরমেটিক্স, জিন এ্যন্ড জিনোম এনালাইসিস শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজী গ্যালারীতে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর।

ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন মাইক্রোবায়োলজী এ্যন্ড হাইজিন বিভাগের প্রধান প্রফেসর ড. এস. এম. লুতফুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির পরিচালক প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী এবং ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. নাজিম আহমেদ।

মাইক্রোবায়োলজী এ্যন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মোঃ তানভির রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন মাইক্রোবায়োলজী এ্যন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান।