কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বাকৃবি থেকে, এগ্রিকেয়ার২৪.কম: দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চার বছর মেয়াদী বিএসসি ইন ফুড সেফটি ম্যানেজমেন্ট ডিগ্রি চালুসহ শিক্ষা-গবেষণা-সম্প্রসারণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির ও বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ শিক্ষা বিষয়ক কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ রোববার (২১ অক্টোবর) ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন এফএও প্রতিনিধিদলে এফএও-এর বাংলাদেশ রিপ্রেজেনটেটিভ রবার্ট ডগলাস সিম্পসন, এসিসটেন্ট এফএও রিপ্রেজেনটেটিভ ড. নূর আহাম্মেদ খন্দকার, ন্যাশনাল টীম লিডার এ কেএম নুরুল আফসার, এফএও ফান্ডেট প্রজেক্ট বাকৃবি টীম লিডার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ জহির উদ্দিন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুসদের ডীন প্রফেসর ড. শেখ আবদুস সবুর, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড গিয়াস উদ্দিন আহমদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক, প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী,বাউরেস পরিচালক প্রফেসর ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মনোরঞ্জন দাস, আইআইএফএস এর পরিচালক প্রফেসর ড.এ এস মাহফুজুল বারি, ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগীয় প্রধান প্রফেসর ড.মোঃ আলমগীর হোসেন-১ ,জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু প্রমুখ।

প্রসঙ্গত, এফএও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, খাদ্য নিরাপত্তা, আভ্যন্তরীন ও বর্হিবিশ্বের চাহিদার সাথে মিল রেখে দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন ‘ফুড সেফটি গ্রাজুয়েট’তৈরির লক্ষ্যে কোর্স কাকিকুলাম তৈরী, স্টাফদের মানোন্নয়নে ট্রেনিং, ভৌত অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবে।