রাজশাহী প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: মাছ চাষিদের মনোসেক্স তেলাপিয়া চাষ বিষয়ে এক দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজ সোমবার (৯ এপ্রিল) রাজশাহীর বাগমারায় ২০১৭-১৮ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার গনিপুর ইউনিয়নের লাউপাড়ায় এ প্রশিক্ষণ দেয়া হয়।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, উপজেলা ক্ষেত্র সহকারী লাল চাঁদ, মাহিদুল ইসলাম, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি শাহজাহান আলী।

এক দিনের এই মনোসেক্স তেলাপিয়া চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে গনিপুর ইউনিয়নের ২০ জন মৎস্য চাষী অংশ গ্রহণ করেন।