মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মৎস্য খাতের জন্য ক্ষতিকর নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার রোধে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন দোকান থেকে এসব জাল জব্দ করার পাশাপাশি তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নতুন বাজারের বিভিন্ন দোকানে বৃহস্পতিবার (২৬ জুলাই) এ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে কারেন্টজাল জব্দ করা হয়। জালসমূহ স্থানীয় ইউনিয়ন পরিষদ আঙ্গিনায় সবার সামনে আগুনে পুড়িয়ে বিনষ্ট কর হয়। এছাড়া এসব জাল বিক্রিকারীদের ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট শেষে স্থানীয় লোকজনদের নিয়ে মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বানিয়াচং মুহাম্মদ মামুনুর রশিদের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা হয়। এতে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহম্মেদ আকুঞ্জি।

প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অফ ফিশ অ্যাক্ট ১৯৫০ অনুযায়ী এই জাল নিষিদ্ধ। মূলত পরিবেশ বান্ধব নয় এসব জাল। যা দেশের মৎস্য খাতে ক্ষতি করে।