রেসিপি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আইসক্রিম গরমের একটি উপাদেয় খাবার। অনেকসময় আইসক্রিম খেতে ইচ্ছে করলেও হাতের নাগালে পাওয়া দুষ্কর হয়ে ওঠে। তাই বাসায় বসে সুস্বাদু আইসক্রিম তৈরির টেকনিক নিয়ে আজকের আলোচনা।

আইসক্রিম তৈরিতে যা যা লাগবে: হুইপ ক্রিম ২ কাপ, ২ কাপ ফ্রেশ ক্রিম, চিনি ৪ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ।

যেভাবে করবেন: প্রথমে একটি পাত্রে হুইপ ক্রিম এবং ফ্রেশ ক্রিমে চিনি দিয়ে খুব ভালো করে ফেটে নিন। যতক্ষণ পর্যন্ত চিনি মিশে না যায়।

পড়তে পারেন:  রান্না করুন গরুর মাংসের শাহী রেজালা

এবার ভ্যানিলা এসেন্স দিন। ভালো করে বিট করুন। একটি বলে মিশ্রণটি ঢেলে ঠাণ্ডা করতে ৩ ঘণ্টা ফ্রিজে রাখুন। মিশ্রণটি বের করে এবার খুব ভালো করে বিট করুন। মিশ্রণটি ফোম হয়ে গেলে আবার ৮ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন।

এইতো, তৈরি হয়ে গেল দারুণ মজার ভ্যানিলা আইসক্রিম। পছন্দ মতো বাদাম, স্ট্রবেরি অথবা চেরি দিয়ে সাজিয়ে সুন্দর স্বচ্ছ একটি বাটিতে পরিবেশন করুন।

জানুন প্যাকেট দুধের রসমালাই তৈরির কৌশল

সুস্বাদু রসমালাই সবাই খেতে পছন্দ করে। খেতে হলে যেতে হয় মিষ্টির দোকানে। কিন্তু বাড়িতেই তৈরি করতে পারবেন রসমালাই। তবে, গরুর তরল দুধের প্রয়োজন নেই। প্যাকেটজাত দুধ থেকেই তৈরি হবে রসমালাই।

জানুন প্যাকেট দুধের রসমালাই তৈরির কৌশল

উপকরণ

১. গুড়া দুধ ১ কাপ
২. বেকিং পাউডার আধা চা চামচ
৩. ময়দা ১ চা চামচ
৪. ঘি ১ চা চামচ
৫. ডিম ১টি
৬. তরল দুধ ১ লিটার
৭. এলাচ ২-৩টি,
৮. চিনি ২ টেবিল চামচ
৯. কনডেন্স মিল্ক আধা কাপ

পড়তে পারেন: চলুন জেনে নিই মাংস বিরিয়ানি রেসিপি

পদ্ধতি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নরম ও আঁঠালো খামির তৈরি করে নিন। এরপর খামির ঢেকে রাখুন ১০মিনিট।

অন্যদিকে তরল দুধ ঘন করে জ্বাল দিয়ে নিতে হবে। এলাচ, চিনি ও কনডেন্স মিল্ক মিশিয়ে নিতে হবে।

এরপর হাতে সামান্য ঘি নিয়ে খামির থেকে গোল অথবা লম্বা আকৃতিতে রসমালাইগুলো তৈরি করে নিতে হবে।

দুধ জ্বাল দিয়ে যখন শুকিয়ে অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়া দুধ গুলিয়ে দিতে হবে আধা কাপ। তাহলে দুধটা আরও ঘন হবে।

ফুটতে থাকা দুধের মধ্যে বানিয়ে রাখা রসমালাইগুলো দিয়ে ঢেকে দিতে হবে। ৫-৭মিনিট পর ঢাকনা সরিয়ে খুব সাবধানে সেগুলো নেড়ে আবার ঢেকে দিতে হবে।

১৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঢেকে রাখুন ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপর পরিবেশন করুন জিভে জল আনা গুঁড়া দুধের রসমালাই।

সূত্র: রেসিপি ওয়ার্ল্ড

এগ্রিকেয়ার/এমএইচ