এগ্রিকেয়ার২৪.কম মৎস্য ডেস্ক: সংবাদকর্মীদের মৎস্য প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা  নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত মৎস্য প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার (৩১ মে) ইনস্টিটিউটের সদর দপ্তরে শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক মিসেস তাসমিমা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যাপক রেবেকা ইয়াসমিন।

এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। প্রশিক্ষণে মোট ৬৩ জন সাংবাদিক প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিএফআরআই’র অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এ বিষয়েে এসব তথ্য ও ছবি প্রকাশ করা হয়েছে।