প্রাণি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: খামারিদের গরু হৃষ্টপুষ্টকরনের ওপর তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর সম্মেলন কক্ষে (৪র্থ তলা) ৩ দিনব্যাপী ‘গরু হৃষ্টপুষ্টকরণ ( Cattle Fattening) উন্নত প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক  এ খামারী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছ।

কর্মশালার উদ্বোধন করেন বিএলআরআই এর মহাপরিচালক ড. নাথু রাম সরকার। বিএলআরআই পক্ষ থেকে জানানো হয়, গরুর হৃষ্টপুষ্ট করার সব ধরণের কৌশল শেখানো হবে এ কর্মশালায়।

খাদ্য, স্বাস্থ্য সচেতনতা, গরুর জাতসহ নানা বিষয় আলোকপাত করা হবে কর্মশালায়। এতে প্রায় ৪৫ থেকে ৫০ জন খামারি অংশ নিয়েছেন। বছরের বিভিন্ন সময়ে গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণির ওপর প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।