নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দিনাজপুুরের বিরলে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী আমজাদ আলী।

আমজাদ আলী উপজেলার শহরগ্রাম ইউপির পাঁচশালা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আমজাদ হোসেন জানান, ২ মার্চ মঙ্গলবার রাত ৮টায় অন্যান্য দিনের মত বিশ্রামে নিজ বাড়িতে ঘুমাতে যান। পরদিন সকাল ৭টায় পুকুর পাড়ে গিয়ে দেখেন পুকুরের মাছগুলো ভাসছে এবং অনেক মাছ মারা গেছে। পৈতৃক সূত্রে পাওয়া ঐ পুকুরে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছেন তিনি।

ভুক্তভোগী আমজাদ আরোও জানান, সিলভার, তেলাপিয়া, রুইসহ পুকুরে থাকা মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমজাদ আলী বাদী হয়ে বিরল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, শহরগ্রাম ইউপির পাঁচশালা গ্রামের ঘটনাটি জানা গেছে। পরিদর্শনও করা হয়েছে। বিরল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এগ্রিকেয়ার/এমএইচ