নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর বাজারে বেড়েছে মাছ-মাংসের দাম। বাজারে খাশির মাংস ও পাশের পদ্মা নদীর মাছের আমদানি বাড়লেও দাম বেড়েছে। চলতি সপ্তাহে বাজারে খাশির মাংস বিক্রি হচ্ছে হাজার টাকা কেজি দরে।

রাজশাহীর সবচেয়ে বড় সবজি বাজার সাহেববাজার মাস্টারপাড়া। এই বাজারে নগরীর দুই তৃতীয়াংশ মানুষ বাজার করতে আসে। চলতি সপ্তাহের শুরুতেই বেড়েছে মাছ ও মাংসের দাম। তবে, ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে।

আজ শনিবার বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি মাছে একশ থেকে পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। নদীর রিটা মাছ বিক্রি হচ্ছে ৮০০, বাছা মাছ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি যা গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০০ টাকা বেশি, ১০০ টাকা বৃদ্ধি পেয়ে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে হাজার টাকা, পাবদা বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজিতে।

সাহেববাজারে বাজার করতে আসা সাজেদুর রহমান জানান, বাজারে ঢুকলেই হাজার ‍দুই হাজার টাকা উধাও হয়ে যাচ্ছে। মাছ মাংস কেনা ছাড়া অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতেই সব শেষ। বাড়িতে মেয়ে গরুর মাংস নিয়ে যেতে বলেছে তাই হাফ কেজি গরুর মাংস কিনতে হয়েছে। খাশির এককেজি মাংসের দাম বলছে ১ হাজার টাকা।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

মাছ-মাংস ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আজকের বাজারদর

এক পোয়া মাছের দাম ২ লাখ ৮০ হাজার টাকা!

মাছ মাংস ডিমের উৎপাদন রপ্তানির পর্যায়ে পৌঁছেছে

মাছের দামে দিশেহারা মাছচাষিরা

মাছ বিক্রেতা নজরুল জানান, মাছের আমদানি থাকলেও নদীর মাছের চাহিদা বেশি থাকায় প্রতি সপ্তাহে দাম কিছুটা বৃদ্ধি পায়। আমরা পাইকারী বেশি দিয়ে কিনে নিয়ে আসি সে কারনেই বিক্রি করি বেশি দাম দিয়ে। দাম আমরা বাড়াইনা আমরা বেশি দিয়ে কিনে নিয়ে আসি তাই বেশি দামে বিক্রি করতে হয়।

রাজশাহীর সবজির বাজারে সবজির দাম তুলনামূলক কম বলে বলছেন ক্রেতা ও বিক্রেতা। শুধু মাত্র শসার দাম কেজিতে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। এসপ্তাহে দাম বেড়ে শসা বিক্রি হচ্ছে ১১০ টাকা, পূর্বের মূল্যে বেগুন বিক্রি হচ্ছে ৪০, করলা ৮০, শিম ৬০, শূলা ৩০, ফুলকপি ৩০, কাঁচামরিচ ৬০, পেঁয়াজ ৪০, টমেটো ৭০ এবং নতুন আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজিতে।

দাম কমে এ সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজিতে। অপরিবর্তিত থেকে লাল ডিম বিক্রি হচ্ছে ৩৬ টাকা হালি এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ৩২ টাকা হালিতে। গরুর মাংস গত সপ্তাহের মূল্যে বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজিতে।

এগ্রিকেয়ার/এমএইচ