মাছের পেট ফোলা রোগ। ছবি: সংগৃহীত

মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: পেট ফুলে মারা যাওয়া মাছের একটি মারাত্মক রোগ। এ রোগে মাছের গুণগত মান নষ্ট হওয়া ছাড়াও মাছ মরে লোকসান গুণতে হয় চাষিদের। প্রাথমিক অবস্থায় মাছের ছোটাছুটি এবং শেষে পেট ফুলে মারা যায়। চলুন জেনে নেওয়া যাক মাছের পেট ফোলা রোগের কারণ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত তথ্য।

রোগের কারণ : ব্যাকটেরিয়া দিয়ে এ রোগ হয়। আর লক্ষণ হলো : মাছের পেটে তরল পদার্থ জমে পেট ফুলে যায়। মাছ চিৎ হয়ে ভেসে উঠে। ভারসাম্যহীন চলাফেরা করে। হলুদ বা সবুজ রঙের পিচ্ছিল তরল পদার্থ বের হয়। দেহের পিচ্ছিল পদার্থ থাকে না।

প্রতিরোধ ও প্রতিকার : হাত দিয়ে পেট চেপে তরল পদার্থ বের করা। জৈব সার প্রয়োগ করা। চুন প্রয়োগ করা। টেরামাইসিন গ্রুপের ওষুধ খাদ্যের সাথে খাওয়াতে হবে অথবা ইনজেকশন দিতে হবে।

আরোও পড়ুন: শিং মাছের ব্যাকটেরিয়া জনিত রোগের লক্ষণ ও তার প্রতিকার

মাছের পেট ফোলা রোগের কারণ ও চিকিৎসা শিরোনামে লেখাটির লেখক বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষি প্রাবন্ধিক কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ সহকারী অধ্যাপক, কৃষিশিক্ষা, শহীদ জিয়া মহিলা কলেজ, ভূঞাপুর, টাঙ্গাইল।

প্রিয় মাছ চাষি পুকুরে, উন্মুক্ত জলাশয়ে, খাঁচায় যেখানেই মাছ চাষ করতে গিয়ে যে কোন সমস্যা হলে আমাদের জানাতে পারেন। আমরা আপনার সমস্যার সমাধানের তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জানিয়ে দিবো।

এছাড়া মাছ চাষের সফলতা, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ নিয়ে যে কোন লেখা লিখে পাঠাতে পারেন। দেশের বৃহৎ তম কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম এ তুলে ধরা হবে। চাইলে আপনার পুকুরের মাছ চাষের ছবি অথবা ভিডিও পাঠাতে পারেন, সেগুলোও আপনার নাম ও ছবি দিয়ে প্রকাশ করা হবে। আমাদের কাছে লেখা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ম্যাসাঞ্জারে অথবা ইমেইলে [email protected]

মাছ চাষের সাথে যুক্ত থেকে প্রতি মাছ চাষি দেশের মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আপনাদের জানাই অভিনন্দন ও শুভ কামনা। আর মাছের যে কোন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। আমরা প্রতিদিন এ বিষয়ে আপডেট তথ্য তুলে ধরছি।

এগ্রিকেয়ার২৪/এমএইচ