নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: পদ্মা নদীর রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় মাছ ধরার ফাঁদে ধরা পড়েছে বিরল প্রজাতির ঘড়িয়াল। বাদশা সরদার নামে এক মাছশিকারির ফাঁদে ধরা পড়ে চার ফুট আট ইঞ্চি লম্বা ঘরিয়ালটি।

শৌখিন মাছ শিকারি বাদশা সরদার বলেন, বাড়ির পাশেই নদীতে শখ করে নেট দিয়ে তিনটি দুয়ারি তৈরি করেছি। বড় মাছ মনে করে দুয়ারি পানি থেকে ওপরে তুলতেই দেখি কুমির।

স্থানীয়ভাবে ঘড়িয়ালটি মেছো কুমির বা ঘট কুমির নামে পরিচিত। যার প্রধান খাদ্য মাছ বলে অনেকেই মেছো কুমির বলেন। বাংলাদেশে পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্র এবং শাখা নদীগুলোতে এক সময় এদের দেখা মিলত।

বাদশা সরদার জানান, ঘড়িয়ালটি গত বুধবার বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। একই দিন রাতে সাফারি পার্কে ঘরিয়ালটি অবমুক্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, এ বিষয়ে বন বিভাগ দেখবে। চিকিৎসার জন্য বা অন্য কিছু বিষয়ে তারা বলেন নি।

এগ্রিকেয়ার/এমএইচ