মা ইলিশ সংরক্ষণে মেঘনা

মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময়ে কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর, ২০১৯) ভোর ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীতে শুরু হয় এ অভিযান। বাস্তবায়নে ছিলো জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া।



মোঃ নাজিমুল হায়দার, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মামুনুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া, রওনক জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও অন্যান্য কর্মকর্তা /কর্মচারীবৃন্দ।

মোবাইলকোর্ট পরিচালনায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ৪ টি মামলা এবং ৪ জনকে জেল প্রদান করা হয়।প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এই ২২দিন ইলিশ আহরণ ও বাজারজাতকরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হওয়ায় সবার মাঝে সচেতনতা তৈরি হবে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট