মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশের নদী, খাল, বিল, হাওড় ও বাঁওড়ে পাওয়া যায়। ভেদা/মেনি/রয়না ইত্যাদি নামে পরিচিত এই মাছ। Highly Carnivore, খুবই মাংসাশী। ছোট মাছ, ডিম ও পোকামাকড় খায়। মাছের ডিমের আকার ছোট এবং সংখ্যায় অনেক। আসুন জেনে নিই মেনি মাছের কৃত্রিম প্রজনন ও চাষ ব্যবস্থাপনা:-

এই মাছ বৈশাখ মাসের প্রথম বৃষ্টিতে সদ্য প্লাবিত অগভীর জলাশয়ের স্রোতহীন অংশে নিমজ্জিত আগাছায় ডিম পাড়ে।ডিম আঠালো এবং তা পানিতে নিমজ্জিত আগাছায় আটকিয়ে দেয়। ২৫-২৮ ডিগ্রি সেলসিয়াস পানির তাপমাত্রায় ২২-২৬ ঘন্টা পর ডিম ফুটে বাচ্চা বের হয়।

এক মাছের চোখ বড়, আঁইশ Ctenoid, Lateral line Broken, দুইটা। লেজ Dephicircle. খেতে সুস্বাদু ও পুষ্টিকর।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, প্লাবনভূমি উপকেন্দ্র, সান্তাহার, বগুড়া কৃত্রিম প্রজননের মাধ্যমে ভেদা মাছের পোনা উৎপাদনে সফলতা অর্জন করেছে। বিপদাপন্ন এই মাছ পুকুরে চাষ করা যায়।

 

 

মেনি মাছের কৃত্রিম প্রজনন ও চাষ ব্যবস্থাপনা শিরোনামে সংবাদের তথ্য কৃষি তথ্য সার্ভিস থেকে নেওয়া হয়েছে।

 

এগ্রিকেয়ার/এমএইচ