নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মৎস্য অধিদফতরের প্রধানফটকে বঙ্গবন্ধুর ‘ম্যুরাল’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ রোববার (৩ ফেব্রুয়ারি) প্রথমবার মৎস্য অধিদফতরের বিভিন্ন কার্যক্রমের পরিদর্শনের শুরুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বঙ্গবন্ধু’র ম্যুরাল উন্মোচন করেন।

এরপর মৎস্য অধিদফর পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে অধিদফতরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় যোগ দেন তিনি।

মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মোঃ রাশেদুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবোল দাস মনি, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সালেহ আহমেদ।

সভায় জানানো হয়, মৎস্যখাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট ১ কোটি ৯০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। গত ১০ বছরে গড়বার্ষিক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে প্রায় ৬ লাখ মানুষের।

জিডিপিতে মৎস্যখাতের অবদান ৩.৫৭ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ২৫.৩০ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে মৎস্য-উৎপাদন হয়েছে ৪২ লাখ ৭৭ হাজার মে.টন, ইলিশ উৎপাদন ৫ লাখ ১৭ হাজার মে.টন।

দেশের মোট উৎপাদনে মৎস্যচাষের অবদান ৫৬.২৪ শতাংশ। বিগত ১০ বছরে মৎস্যখাতে গড়প্রবৃদ্ধি হয়েছে ৫.৫ শতাংশ। একক প্রজাতি হিসেবে মাছের অবদান সর্বোচ্চ, যা মোট উৎপাদনের প্রায় ১২%। জাতীয় জিডিপিতে এর  অবদান ১% এর বেশি। এরপাশাপাশি সভায় গত দশ বছরে মৎস্য খাতের নানা দিক তুলে ধরা হয়।