মৎস্য খাতে অবদানে যে

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি বছরে মৎস্য খাতে অবদানে যে ১৭ ব্যক্তি, প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে তার তালিকা নিচে তুলে ধরা হলো।

আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই, ২০১৯) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত ১৭ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ‘জাতীয় মৎস্য পুরস্কার-২০১৯’ প্রদান করবেন। এর পাশাপাশি সকাল ১০টায় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া প্রধানমন্ত্রী ওইদিন বেলা ১১টায় গণভবনে মাছের পোনা অবমুক্ত করবেন।

১. মাছের গুণগতমানের রেণু উৎপাদন: (রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, বাটা, সিলভার কার্প, কমন কার্প, ঘনিয়া, সরপুঁটি, পাঙ্গাস, ব্রিগহেড, গ্রাস কার্প, মিরর কার্প, শিং, মাগুর ও তেলাপিয়া)।



মনোনীত ব্যাক্তি: মেসার্স ভাই ভাই ফিস সীড প্লান্ট (হ্যাচারি), প্রো: মো: লুৎফর রহমান, পিতা: মৃত হাজী মোঃ তৈয়ব আলী, মাতা: মৃত রাবিয়া আক্তার।  গ্রাম: রাঘবপুর, গাংপাড়া, ডাকঘর: রাঘবপুর মাদ্রাসা, উপজেলা: ময়মনসিংহ সদর, জেলা: ময়মনসিংহ, বিভাগ: ময়মনসিংহ।

২. মাছের গুণগতমানের পোনা উৎপাদন: (পাবদা, গুলশা, শিং, মাগুর, দেশী টেংরা)। মনোনীত ব্যাক্তি: মো: মাহাফুজ শাহ্, পিতা: মৃত মঈন উদ্দিন শাহ্, মাতা: মৃত ফজিলা বেগম। গ্রাম: ঠাকুরাদহ (ভাংনীপাড়া), ডাকঘর: উত্তর পানাপুকুর, উপজেলা: গংগাচড়া, জেলা: রংপুর, বিভাগ: রংপুর।

৩. মৎস্য উৎপাদন: (শিং, মাগুর, গুলশা, পাবদা ও কার্প জাতীয় মাছের মিশ্র চাষ)। পুরুস্কাপ্রাপ্ত ব্যাক্তি: মো: ছলিম উদ্দীন তরফদার (সংসদ সদস্য), পিতা: মৃত মো: ফজর উদ্দীন, মাতা: মোসা: সফুরা।

গ্রাম: আজিপুর, ডাকঘর: সরস্বতীপুর, উপজেলা: মহাদেবপুর, জেলা: নওগাঁ, বিভাগ: রাজশাহী।

৪. বাগদা চিংড়ি উৎপাদন: গাজী ফিস কালচার লি: দাকোপ, খুলনা। ব্যবস্থাপনা পরিচালক: কাজি শায়রুল হাসান, পিতা: কাজী আ, ফ, বু আব্দুর রকীব, মাতা: সায়েরা রকীব, বাড়ী ন: ৫৯ এ, ফ্লাট নং: এস-৫, রাস্তা নং: ২৫-এ, বনানী, গুলশান, ঢাকা।

৫. মৎস্যসম্পদ উন্নয়ন সামুদ্রিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের অবদানের জন্যে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী, সদর দপ্তর, বনানী, ঢাকা ১২১৩।

৬. মৎস্যসম্পদ উন্নয়নে অবদানে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি, শরীয়তপুর। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, শরীয়তপুর ও জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর।

৭. মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন এবং সম্প্রসারণ কাজে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার অবদানে মো: আসাদুল বাকী, জেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর।

পিতা: মো: আজমেত আলী, মাতা: শামসুন নাহার, গ্রাম: গোপালবাড়ী, ডাকঘর: শিমুলিয়া, উপজেলা: সাভার, জেলা: ঢাকা, বিভাগ: ঢাকা।

৮. মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন এবং সম্প্রসারণ কাজে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার অবদানে সৈয়দ মো: আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা, ঢাকা।

পিতা: মৃত সৈয়দ ফজলুর রহমান, মাতা : মৃত জাহানারা বেগম চৌধুরী গ্রাম: শাক্তা পশ্চমিপাড়া, ডাকঘর: শাক্তা, উপজেলা: করোনীগঞ্জ, জেলা: ঢাকা, বিভাগ: ঢাকা।

রৌপ্যপদক প্রাপ্তদের জন্য মনোনীত ব্যাক্তি ও প্রতষ্ঠিানের নামের তালিকা নিচে দেয়া হলো।

. মাছের গুণগতমানের রেণু উৎপাদন: (শিং, মাগুর, পাবদা, গুলশা), বন্ধন মৎস্য হ্যাচারি ও ফিশারিজ।বন্ধন মৎস্য হ্যাচারি ও ফিশারিজ, প্রো: এ.কে.এম আমিনুল হক, পিতা: আব্দুল আজিজ, মাতা: মৃত: মুলুক জান।

গ্রাম: নন্দীগ্রাম, ডাকঘর: ডৌহাখলা উপজেলা: গৌরীপুর জেলা: ময়মনসিংহ, বিভাগ: ময়মনসিংহ।

২. মাছের গুণগতমানের পোনা উৎপাদন (রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, কমন কার্প, মিরর কার্প, বাটা, সরপুটি। মো: হামিদুল ইসলাম (লেবু)।  মো: হামিদুল ইসলাম লেবু, পিতা: মৃত আহাম্মদ আলী মন্ডল, মাতা: মোছা: হামিদা বেওয়া।

গ্রাম: নাফাডাঙ্গা, ডাকঘর: রাজারহাট, উপজেলা: রাজারহাট, জেলা: কুড়িগ্রাম, বিভাগ: রংপুর।

৩. মাছের গুণগতমানের পোনা উৎপাদন: (রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, কার্পিও) স্বপ্নযাত্রা মৎস্য খামার। প্রো: লাভলী ইয়াসমিন, স্বামী: মো: আব্দুল মান্নান মিঞা, মাতা: শাহারা ভানু।

গ্রাম: উত্তর কাষ্টসাগরা, ডাকঘর: পোড়াহাটী, উপজেলা: ঝিনাইদহ সদর, জেলা: ঝিনাইদহ, বিভাগ: খুলনা।

৪. মৎস্য উৎপাদন: (কার্প মিশ্র চাষ), মাহবুবুর রহমান, পিতা: মৃত রফিক উল্লাহ, মাতা: মুর্শিদা খাতুন। গ্রাম: রূপসী পাড়া, ডাকঘর: লামা, উপজেলা: লামা, জেলা: বান্দরবান, বিভাগ: চট্টগ্রাম।

৫. মৎস্য উৎপাদন: (পাবদা মাছের একক চাষ)। মায়ের দোয়া ফিশারিজ, প্রো:  মো: ইমদাদুল হক, পিতা: মো: নাজিম উদ্দীন, মাতা: মোছা: মহিমা খাতুন।

গ্রাম: ডামোশ, ফরিদপুর, ডাকঘর: বেলগাছি, উপজেলা: আলমডাঙ্গা, জেলা: চুয়াডাঙ্গা, বিভাগ: খুলনা।

৬. বাগদা চিংড়ির গুণগতমানের পিএল উৎপাদন:  কোয়ালিটি শ্রীম্প প্রজেক্ট। প্রো: হারুন রশিদ ভূঁইয়া, পিতা: নাসির আহম্দে ভূঁইয়া, মাতা: বেগম লুৎফুন নাহার, মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার সদর, কক্সবাজার।

৭. গলদা চিংড়ি উৎপাদনে অঞ্জন সমাদ্দার, পিতা: মৃত অশোক সমাদ্দার, মাতা: স্মৃতিকনা সমাদ্দার। গ্রাম+ডাক: বাহির-গ্রাম, উপজেলা: নড়াইল সদর, জেলা: নড়াইল, বিভাগ: খুলনা।

৮. মৎস্যসম্পদ উন্নয়নে সমাজভিত্তিক সংগঠনের অবদানে তালুক বানীনগর সিবিজি মৎস্যচাষি সমবায় সমিতি লিমিটেড। সভাপতি: মো: জয়নাল আবেদীন, পিতা: মৃত নিজাম উদ্দিন, মাতা: মৃত শাহেরোন নেছা।

গ্রাম: তালুক বানীনগর, ডাকঘর: মেহেরনগর, উপজেলা: কালীগঞ্জ, জেলা: লালমনিরহাট, বিভাগ: রংপুর।

৯. মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন এবং সম্প্রসারণ কাজে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার অবদানে মোস্তফা-আল-রাজীব, উপজেলা মৎস্য কর্মকর্তা, বেতাগী, বরগুনা, পিতা: মো: গোলাম মোস্তফা, মাতা: মোসা: ফিরোজা বেগম। গ্রাম: কাশীপুর, ডাকঘর: গুলবাগপুর, উপজেলা: শার্শা, জেলা: যশোর, বিভাগ: খুলনা।

মৎস্য খাতে অবদানে যে ১৭ ব্যক্তি, প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে এ তালিকাটি মৎস্য অধিদফতর থেকে এগ্রিকেয়ার২৪.কম কে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: নানা আয়োজনে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু