নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মাছ চাষের বিজ্ঞানসম্মত ও আধুনিক কলাকৌশল, নতুন নতুন উদ্ভাবিত প্রযুক্তি, বাজারজাতকরণসহ মৎস্য খাত সংশ্লিষ্ট সব ধরণের সেবা মিলছে কেন্দ্রীয় মৎস্য মেলায়।

রাজধানীর খামারবাড়ির, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মৎস্য মেলায় তাজা মাছও কেনা যাচ্ছে। এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সব সেবার তথ্য ও মিলছে। মৎস্য খাতের সব তথ্য এমন এক ছাদের নিচে পেয়ে দর্শনার্থীরাও খুশি।

সরেজমিনে দেখা যায়, মাছ চাষের নানা বিষয়ে দর্শনার্থীরা তথ্য সংগ্রহ করছেন। প্রতিটি প্যাভিলিয়নগুলো সাজানো হয়েছে মাছের নানা বিষয়ের ওপরে। প্রতিটি প্যাভিলিয়নের পক্ষ থেকে দেয়া হচ্ছে তথ্যমূলক লিফলেট।

মেলায় ময়মনসিংহ থেকে আসা রাজিব আহমেদ এগ্রিকেয়ার২৪.কম কে জানান, খুব ভালো লাগছে এক ছাদের নিচে মৎস্য খাতের সব মেলা মিলছে। এরকম সাধারণত সব সময় পাওয়া যায় না। খুবই ভালো উদ্যোগ।

এ উদ্যোক্তা জানান, মাছ চাষের পাশাপাশি কীভাবে আরও অন্যান্য দিকদিয়ে যেমন পুকুর পাড়ে সবজি চাষসহ নানা দিক রয়েছে মেলায়। এটিই খুবই শিক্ষণীয় বিষয়। নতুন নতুন প্রযুক্তিগুলো নিয়ে ধারণা পাওয়া গেলো।

মৎস্য মেলার মূল ফটক পার হয়ে সোজা হাঁটা দিলে দেখা যাবে তাজা মাছ বিক্রির চিত্র। এছাড়া রয়েছে মাছ প্রক্রিয়াজাতকরণের নানা বিষয়।

মৎস্য অধিদফতের পক্ষ থেকে নেয়া বিভিন্ন প্রকল্পের সুফলসহ নানা আঙ্গিকে সাজানো রয়েছে কিছু প্যাভিলিয়ন। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে তাদের সেবার নানা দিক। মেলার মূল ফটক সংলগ্ন রয়েছে তথ্য বুথ। বিপরীত পাশে রয়েছে দর্শনার্থীদের বসার জায়গা।

আয়োজকেরা জানান, প্রতিদিনই মেলা পরিদর্শন করতে অনেক দর্শনার্থী আসছেন। তাদের জানার কিছু থাকলে তা তারা জানছেন। মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদনকারী ২৪টি প্রতিষ্ঠান মেলায় তাদের স্টল স্থাপন করেছে। মেলা চলবে ২৪ জুলাই পর্যন্ত।